Login Register
কিছু নতুন কথা : নতুন পরিকল্পনা : কিছু মনের কথা : কিছু মনের ব্যাথা
Comments Page 2
#9

ভাই, আপনার লেখা পড়ে আবেগ আপ্লুত হয়ে পরলাম! আমি আপনার থেকে বয়সে জুনিয়র হব, তবে আপনার ইন্টারনেট জগতের সাথে আমি নিজের অনেক মিল খুঁজে পেলাম। আমার ইন্টারনেট অভিষেক সর্বপ্রথম বাসায় বসেই হয়। ২০০৫ বা ০৬ সালের দিকে ল্যান্ডফোন লাইন দিয়ে ৫৬ কেবিপিএস ডায়াল আপ কানেকশন নেই। ডাউনলোড স্পীড ছিল ৫-৬ কেবিপিএস। তখন মূলত ইন্টারনেটে আমার কাজ ছিল এন্টিভাইরাস আপডেট করা, অডিও গান, ওয়ালপেপার ডাউনলোড আর সংবাদপত্র পড়া। তারপর কলেজে উঠে ক্লাস বিরতির সময়টায় অধিক স্পীডের আশায় সাইবার ক্যাফেতে বসে থাকতাম। এখন ভাই ৩-৪ এমবিপিএস লাইনেও মন সন্তুষ্ট হয় না। তখন ২-৫ কেবিপিএস ডাউনলোড স্পীডেও ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম। স্পীড কম ছিল বলেই হয়তো বেশি সময় বসে থাকা লাগতো। আর ছাত্র ছিলাম বলেই অফুরন্ত সময় ছিল (এখনও আছে, চাকরীতে অভিষেক হয়নি, বেকার মানুষ)। এখন ভাবলে অবিশ্বাস্য মনে হয় যে, কিভাবে আমি ২-৫ কেবিপিএস স্পীড দিয়ে ইয়াহু মেসেঞ্জারে ভয়েস চ্যাটে বিভিন্ন পাবলিক রুমে বসে থাকতাম হেডফোন কানে দিয়ে?

যেই সাইটগুলোর কথা বললেন সেগুলোর সাথেও পরিচিত ছিলাম। শৈশবের অনেক আবেগ ঘিরে আছে সেই সাইটগুলোর সাথে। amaderforum আমার খুব পছন্দের ফোরাম ছিল। যদিও কমেন্ট করতাম কম। কিন্তু ঘুরে ঘুরে সব থ্রেড দেখতাম। বিশেষ করে "Adult zone" "Software Zone" Bollywood Section" ইত্যাদি। অনেক বছর আগে থেকে সাইটে আর প্রবেশ করতে পারতাম না। ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে। আপনার লেখা পড়ে আজ আবার চেষ্টা করলাম। https://amaderforum.us/ নামে হুবুহু দেখতে এক একটা ফোরাম পেলাম। যদিও আগের কোন তথ্য দিয়ে লগইন করতে পারলাম না। মনে হয় এটা নতুন বানিয়েছে। বা আগের হয়ে থাকলেও আমার পুরনো প্রোফাইল মুছে ফেলেছে। Doridro থেকে বাংলা নাটক, গান, সিনেমা নামাতাম। বাংলা ইবুকের জোয়ারে ভেসেছিলাম "মূর্ছনা" সাইট দিয়ে। অডিও গান সাথে দুনিয়ার বাংলা ইবুক!! হুমায়ূন আহমেদের বইগুলো ডাউনলোড করে রেখেছিলাম। এখনও সেগুলো আমার পিসিতে বিদ্যমান। বড় সুখের দিন ছিল ভাই। ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।

এবার আপনার স্বপ্ন এবং বর্তমান সমস্যা নিয়ে কথা বলি। আমি মনে প্রাণেই বিশ্বাস করি যে, বাঙালী চোরের জাতি এবং আমিও এর অংশীদার! অনলাইন থেকে কোন কিছু পেয়ে সেটা আবার নিজের থেকে প্রকাশ করতে বাঙালী একমিনিটও চিন্তা করে না। যেসব সাইটের সাথে আমি পরিচিত তেমন সকল সাইটের বই আমি চুরি হতে দেখেছি। bengalidownload এ প্রবেশের সৌভাগ্য হয়নি। স্বীকার করি তাদের প্রাইভেসি বাকিদের থেকে অনেক এগিয়ে। কিন্তু তারাও শতভাগ কন্টেন্ট গোপন রাখতে পারেনি। অনেক ব্লগে এমন কমিকস পেয়েছি যেগুলোতে bengalidownload জলছাপ ছিল।

মুগ্ধবাংলাও এই সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করছে। ব্যবহারকারী কম হলেও সব কন্টেন্ট শেয়ার হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু তার ফলে কি এর অস্তিত্ব সঙ্কটে পরে গেল?? না, এমনটা আমি মনে করি না। আমরা সব সময়ই কিছু না কিছু শিখি, ভুল থেকে শিখি, ফাঁক ফোকর থেকে শিখি, নাহয় বাঁশ খাওয়ার পর শিখি।

অনলাইন ফোরাম জগতে আপনার অভিজ্ঞতা বিস্তর! তার পাশাপাশি আপনার টেকনিকাল নলেজও সমৃদ্ধ। ফলস্রুতে আপনি সিস্টেম আপডেট করলেন। এখন ভেরিফাইড ইউজাররাই শুধু ডাউনলোড করতে পারছে। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা পদক্ষেপ। জানি না ভেরিফায়েড প্রকৃত সংখ্যা কত। আমি ১৩ জন দেখতে পারছি! সংখ্যা নগন্য হলেও, এই ১৩ জন অন্তত নিজেকে প্রমাণের কিছু চেষ্টা করেই ভেরিফাইড হয়েছে। তাই এদের নিয়ে আপনাকে আবার সামনে আগাতে হবে।

সিস্টেম বাগ গুলো কাটিয়ে উঠে আপনি দেখুন না সামনে কি হয়? সিস্টেম আপডেটের পর কমিকস শেয়ার তেমন ভাবে শুরু হয়নি (একটি গ্রাফিক নভেল ছাড়া), এখনও বইচুরিও শুরু হয়নি। তাই আপনার স্বপ্নটি নতুন উদ্যমে আবার শুরু করা যেতেই পারে। আপনারা যে কষ্ট করে যাচ্ছেন (অনুবাদ, সাইট মেইনটেনেন্স খরচ বহন করে) সেটার ফল পেতে আপনাদের অনেক সময় লাগবে। কিন্তু থামা যাবে না।

জানি না এখন আমি যেই কথা গুলো বলবো, সেগুলো শুনে আপনি কিছু মনে করবেন না কি? আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের নববর্ষ সংখ্যায় কমিকস দিব,তখন কিন্তু আমার মনেও এসেছে যে এই এক্সক্লুসিভ কমিকস কয়জন পড়বে? তাদের তো ইউজার কম। সেটা আবার চুরি হয়ে গেলে অনেক মানুষ হয়তো সেটা পড়বে, কিন্তু তাদের ফিডব্যাক বা পাঠ প্রতিক্রিয়া কি আমি কখনই জানতে পারবো? তার থেকে আমি যদি সেটা বাংলাপিডিএফ বা ফেসবুক গ্রুপের মত বড় কমিউনিটিতে পোষ্ট করি, তাহলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌছতে পারবো। তারপর ব্যতিক্রম কিছু মনে এল। মনে হল, বাংলাম্যাক্স ও শরদিন্দু ভাই এত কষ্ট করছে একটা ফোরাম গঠন করার, এই প্রয়াসে যুক্ত হয়েই দেখি। একটা অনুবাদ কম মানুষই পড়ুক,সমস্যা তো নেই? তারা তো যা করছে পাবলিক ফোরামেই করছে। তাই আজ না হউক, কয়েক মাস গেলে তো ঠিকই আরও মানুষ যুক্ত হবে।

ইনভিটেশন সিস্টেম, আন্ডারগ্রাউন্ডের চলে যাওয়ার মত বিকল্প অপশন সবসময়ই থাকবে। কিন্তু সে সময় আসেনি। আগে এমন কমিউনিটি হউক যখন একটিভ উইজার থাকবে অগনিত, অনুবাদ বা মৌলিক পোষ্ট করার মত অনেক সদস্য থাকবে, পোষ্ট করলেই বাকিদের থেকে আশা শুরু করবে পাঠ প্রতিক্রিয়া, উৎসাহমূলক ও গঠনমূলক কমেন্ট। তখন আপনি এবং শরদিন্দু দা বিশ্রামে যেতে পারবেন। তখন যদি আপনারা নিজেদের পরিপূর্ণ মনে করে থাকেন, তখন আপনারা সেই বিশ্বস্ত দলটাকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারেন বা নিজেদের পরিচিত মানুষ ছাড়া ইনভিটেশন দেওয়া যাবে না এমন পদ্ধতিতে যেতে পারেন। তার আগ পর্যন্ত সপ্নসত্যি করার লক্ষ্যে এগিয়ে চলুন। খারাপ ইউজারদের পাশাপাশি একদম আপনাদের মন মতন কিছু ইউজারও পাবেন। আর আমার মতন সুযোগসন্ধানীদেরও খুঁজে পাবেন।


7th May, 2020 12:51 PM Last Edit by ndc6105058 on 7th May, 2020 12:56 PM
#12

@Juena, দয়া করে কোনও ভাবেই আর কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। @Harry_Potter যাই বলুক বা যেভাবেই বলুক, ওই মুহুর্তের জন্য তা ঠিক ছিল, কিন্তু বর্তমানে আর তা সঠিক নয়, এটা উনিও আশা করি মানবেন।

ইন্টারনেটে বিদেশি কমিকস অঢেল পড়ে আছে, আমার নিজেরই কালেকশন ১৫০জিবি ছাড়িয়ে গেছে। আর বাংলা ভাষায় এগুলো কেউ যদি অনুবাদ করেন, তো মনে হয় না মারভেল বা ডিজনি ছাড়া আর বড় কোনো পাবলিশার আইনগত কোনও ব্যবস্থা নিতে উৎসাহী হবেন (কপিরাইট বিষয়ে)। কিন্তু বিষয় হচ্ছে, আমাদের মত গুটিকয়েক ভারতীয় বা বাংলাদেশী ছাড়া এবিষয়ে কেউই তেমন উদ্যোগ কোনোদিনই নেননি (ইন্দ্রজাল ও সামান্য হলেই আনন্দবাজার ছাড়া)। অথচ পাঠকদের পড়ার খিদে প্রচন্ড। অনীহার কারণ হল প্রথমত পরিশ্রম ও সামান্য হলেও দেশীয় কমিকসের শিল্পকে ইন্ধন যোগানো, আর্থিক কারণে। কারণ বিদেশী কমিকসের (একেকটা পর্বের ডলারে দাম $2.5 থেকে $20 বা তারও বেশি) বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে কপিরাইট বাবদ পেমেন্টটা ডলারে করতে হবে যা দেশীয় মুদ্রায় অনেক অনেক বেশি দেশী কমিকসের চেয়ে। আমাদের মত গুটিকয়েক শখের অনুবাদক প্রবল ইচ্ছায় এই অনুবাদের কাজ চালাচ্ছি একই সঙ্গে নিজের সময়, শক্তি ও অর্থ ব্যয় করে অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত। অথচ, খেয়াল করে দেখুন, শুধু সে সব সাইটে ঢুকে ডাউনলোড ও আপলোডের সামান্য পরিশ্রম করেই ও একটা .com ডোমেন কিনেই ওই boidownload.com সাইটটা অহেতুক প্রচুর পরিমাণে এড দেখিয়ে সামান্য হলেও কিছু ইনকাম অবশ্যই করছে (হয়ত ডোমেন খরচ তোলার জন্য) অথচ তার এই শেয়ারের ফলে মূল সাইট যেখানে রীতিমত ক্রেডিট জোগাড় করে ওই বইগুলি পেতে হয়, সেখানের সদস্যরা বিনা ক্রেডিট খরচ করে উনার সাইট থেকে ডাউনলোড করে নিচ্ছেন আর যেগুলি পাচ্ছেন না, মুল সাইটে বেশি ক্রেডিট দেখছেন, ক্রেডিট থাকা সত্বেও সেগুলি ডাউনলোড করছেন না এই ভেবে যে কোনো না কোনো সাইট ওগুলি চুরি করে বিনা ক্রেডিটে শেয়ার করলে তখন সেখান থেকে ডাউনলোড করবেন। মুগ্ধবাংলায় আপনার অ্যাকাউন্টে জমা একেক ক্রেডিট হল আমার ঋণ যা আমাকে শোধ দিতে এই সাইটে নতুন নতুন বই অনুবাদ করে এখানে দিয়েই, যাতে আপনারা ক্রেডিট ব্যবহার করে তা ডাউনলোড করতে পারেন। আপনি যখন ক্রেডিট খরচ করে বই ডাউনলোড করেন, জেনে রাখবেন, আমাকে ঋণমুক্ত করছেন :) ।

যাই হোক, আমি আবারও বলছি, অরিজিনাল নাভীশা কমিকস ডাউনলোড করেছিলেন আপনারা দুজন এবং আপনাদের দুজনের মধ্যেই কেউ সেটাকে boidownload.com এর অ্যাডমিনের কাছে পৌঁছে দিয়েছেন যেটার ডাউনলোড লিঙ্ক ওই সাইটে দেয়া আছে (শারদীয় এডিশনের থেকে পাতা আলাদা করে বানানো নয়)। সে যিনিই হোন না কেন, ১০০% শিওর নই বলে দুজনের কোনো একজনকে সন্দেহবশে ব্যান করে তার প্রতি অন্যায় করেছি আমি, তা সত্য, আর তাই আরও একবার আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু কেউ একজন তো করেছেনই, তাই আপনাদের দুজনেরই ডাউনলোড রেস্ট্রিক্টেড করেছি একমাস, আপনার ব্যান ক্যান্সেল করে। বইডাউনলোড এর অ্যাডমিনের সঙ্গে আমার কথাবার্তা এইখানে পাবেন।

প্রথমে ব্যানের পরেও আপনি কেন পোস্ট করতে পারছিলেন, সেটা বুঝতে আমার সময় লেগেছিল। পরে বুঝলাম আপনি ব্যানের আগে থেকেই লগড ইন ছিলেন (অটো লগিন মেথড) যার জন্য দ্বিতীয়বার লগিন করেননি আর ব্যান মেসেজও দেখতে পাননি। নেহাতই টেকনিক্যাল ত্রুটি, তবে আপনার সৎ নিয়তির জন্য কিনা জানি না, তবে প্রতিবাদ করার সুযোগ যে ভাগ্য আপনাকে দিয়েছে, তাতে সন্দেহ নেই। Harry_Potter ভাই যে প্রস্তাবটা আমাকে দিয়েছিলেন, সেটা আপনার উপর হিংসা বা মজা বা প্রতিশোধের উদ্দেশ্যে নয়, নতুন নতুন কমিকস পাবার লোভে। বইচুরি আমার বা বাংলাপিডিএফের মত অনেক সাইটের অনেক ক্ষতি করেছে, চোর ধরতে না পেরে কালক্রমে সাইটগুলি হয় বন্ধ হয়ে গেছে, নয়ত আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। সেটা যাতে মুগ্ধবাংলা বা বাংলাপিডিএফ-এর ক্ষেত্রে না হয়, সেটাই ছিল তার উদ্দেশ্য। আশা করি, আপনি উনাকে ক্ষমা করতে পারবেন। ধন্যবাদ।


9th May, 2020 2:25 PM
#15

"fb id তে আমি বইয়ের সাইটে ঢুকে দেখি একজন admin এর post, ঐ সময়ে আচমকা মনে হল, ইনি যখন একটি site এর admin, আমি যদি উনাকে just share করি, আমার সাথে কি কি ঘটেছে.."-আপনার এই কথা গুলো আমি মোটেও বুঝতে পারছি না।FB id তে কিভাবে বইয়ের সাইটে ঢুকলেন?আপনি কোন সাইটের কোন এডমিনের সাথে কথা বলেছিলেন?আর " মুগ্ধবাংলার Admins" বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন?

মুগ্ধবাংলায় কেবলমাত্র একজন এডমিন আছেন।আর কোনো দ্বিতীয় এডমিন কিংবা মডারেটর নেই।

আর হ্যাঁ,আমার জন্য আজপর্যন্ত আপনার সাথে যা কিছু ঘটেছে সমস্ত কিছুর জন্য আরো একবার ক্ষমা প্রার্থনা করছি।


10th May, 2020 2:38 AM
#16
This post has been delete for public view. Only post creator and admins can view it.

10th May, 2020 4:56 AM
#17
This post has been delete for public view. Only post creator and admins can view it.

10th May, 2020 5:08 AM Last Edit by Herry_Potter on 10th May, 2020 5:49 AM
Pages  First   Prev   1  2  3   4   5   6   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)